ইকবাল কবির লেমন
আগামী ৮ মে অনুষ্ঠিত হবে সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্যসাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন এবং উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সদ্যসাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির। ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে কোন প্রার্থী না থাকায় উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্যসাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুহেলী চক্রবর্তী, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইশারাত আক্তার ইমু
ও পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ওয়াছিয়া বেগম রুনা। নির্বাচনে মোট ১ লাখ, ৬৬ হাজার, ১শ’ ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে পুরুষ ভোটার ৮২ হাজার,৭শ’ ৫৬ জন ও মহিলা ভোটার ৮৩ হাজার, ৪শ’ ৫জন। উপজেলার ৭ ইউনিয়ন ও ১ পৌরসভার ৫৩ টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৩ জন প্রিসাইডিং অফিসার, ৪শ’ ৪১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৮শ’ ৮২ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক পুলিশ,বিজিবি ও আনসার-ভিডিপি’র সদস্য দায়িত্ব পালন করবেন, মাঠে থাকবেন বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, ‘নির্বাচনকে সামনে রেখে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আশাকরি, শান্তিপূর্ণ পরিবেশে সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবে।’