বগুড়ার খবর
সোনাতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান কুহেলী চক্রবর্তী

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়া’র সোনাতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুহেলী চক্রবর্তী। এ লক্ষ্যে তিনি সোনাতলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। কুহেলী চক্রবর্তী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কুহেলী চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে যুক্ত রয়েছি। আমি সোনাতলার আপামর মানুষের উন্নয়নে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি নির্বাচিত হয়ে জনগণকে সাথে নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এ জনপদে এমন কিছু কাজ করতে চাই যা হবে ব্যতিক্রমী। আমি সকলের দোয়া প্রার্থী।’