সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলা উপজেলা ডেকোরেটার শ্রমিক ইউনয়নের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। সংগঠনটি এ উপলক্ষে বুধবার জাতীয়, সাংগঠনিক , কালো পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সোনাতলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা ডেকোরেটার শ্রমিক ইউনয়নের সভাপতি রুবেল শেখ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা ডেকোরেটার শ্রমিক ইউনয়নের
প্রধান উপদেষ্টা, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, টিজিএসএস চেয়ারম্যান ও মা ক্লিনিকের পরিচালক ছাইফুল ইসলাম, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, ডেকোরেটার মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাংবাদিক শামীম হোসেন সুজন। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা উপজেলা ডেকোরেটার শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লিটন।