সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহর পিতা, সোনাতলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল বারী চাঁন মাস্টার ৮ ডিসেম্বর বিকেল ৩ টায় সোনাতলার ফুলবাড়ীয়ায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন। তাঁর বয়স হয়েছিলো একশ’ বছর।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল বারী চাঁন মাস্টারের জানাযার নামাজ ৯ ডিসেম্বর, সোমবার বাদ জোহর ফুলবাড়ীয়া এইচ এম ভি দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।