সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা একেএম লুৎফুল বারী মুকুলের সভাপতিত্বে এক সভায় এ নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় সমিতির তিন শতাধিক সদস্যের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ রবিউল হোসেন রবিকে সভাপতি এবং আজিজ পাইপস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম জাকারিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ.ফ.ম জিন্নাতুল ইসলাম তপনকে।
সভায় উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র প্রধান নির্বাচন কমিশনার, বিশিষ্ট আইনজীবী ড. মোঃ হলিম উল হক লিটন, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শামীম হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মশিউর রহমান জুয়েল,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বাদল, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তানজারুল হক তুহিন প্রমূখ।