নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসীম কুমার জৈন নতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ নভেম্বর, শুক্রবার বিকেলে গাইবান্ধার বালাসি ঘাট এলাকার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। তাকে গ্রেফতার করে প্রথমে গাইবান্ধা সদর থানায়
সোপর্দ করা হয়। পরে তাকে বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়। একাধিক রাজনৈতিক মামলার আসামি অসীম কুমার জৈন নতুন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, অসীম কুমার জৈন নতুন এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ২ নভেম্বর শনিবার দুপুরে তাকে বগুড়ায় জেল হাজতে প্রেরণ করা হয়।