সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
রবিবার দুপুরে বগুড়ার সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি মোঃ রাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিতে সোনাতলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সভাপতি আবু
নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, বিএনপি নেতা আহসানুল মোমেনীন সোহেল, জহুরুল ইসলাম শেফা মন্ডল, অ্যাড. এ জেড ইসলাম কামাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিব মন্ডল,এমদাদুল হক টুকু,রুহুল আমিন রঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদসহ সুধীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য আশরাফুল হায়দার সুমন।