রাজনীতির আলোচিত মুখ, সোনাতলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পাকে গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন তার স্বামী নজমুল মাহমুদসহ আরও দুজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে সোনাতলা থানা পুলিশ গোপন অভিযানে অংশ নিয়ে
এই চারজনকে আটক করে। গ্রেফতার হওয়া অন্যরা হলেন—পাকুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বকুল (৫৫) এবং দলীয় নেতা পাপুল মিয়া (২৯)। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী বলেন, “রাতের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”