সোনাতলার রহমানিয়া ইসলামি একাডেমিতে কুরআনের ছবক প্রদান ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলায় টিএনটি অফিসের পাশে অবস্থিত রহমানিয়া ইসলামি একাডেমি (নুরানী শাখা)-তে ১৯শে জানুয়ারি সকালে কুরআনুল কারীমের ছবক প্রদান ও বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল সালেক প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুনাওয়ার হুসাইন মাসুম, শিবগঞ্জ উপজেলার আমতলী ইসমাউম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওমর ফারুক এবং সমাজসেবক তারা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার ৩৩ জন ছাত্র-ছাত্রী পবিত্র কুরআনের ছবক গ্রহণ করে, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
আরো পড়ুনঃ মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ সোনাতলার কানুপুর এতিমখানার দশ বছরের শিক্ষার্থী আব্দুর রহমান
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নুরানী শিক্ষার মাধ্যমে শিশুদের প্রাথমিক স্তর থেকেই শুদ্ধ কুরআন শিক্ষা, আদব-আখলাক ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। এমন শিক্ষাপ্রতিষ্ঠান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



