সোনাতলার মেধাবী মুখ সাদমান ইসরাকের জন্য দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
সোনাতলার আলোকিত মুখ সাদমান ইসরাক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজীপুরে ২০২৪-২৫ সেশনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হয়েছে। এর আগে সে কুয়েট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো। মেধাবী মুখ সাদমান ইসরাক সোনাতলার কৃতি সন্তান, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস এর ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম আল্লামা ইকবালের পুত্র। তাঁর দাদা মোঃ মোকছেদ আলী দীর্ঘদিন শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর নানা মোঃ রেজাউল করিম খন্দকার উপজেলা শিক্ষা অফিসার ছিলেন।
সাদমান ইসরাক নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় রেকর্ড সংখ্যক নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিলো।
মেধাবী মুখ সাদমান ইসরাকের জন্য দোয়া চেয়েছেন তার বাবা রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস এর ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম আল্লামা ইকবাল ও তার মা আহসানে তাকবিম হ্যাপি।