সাঘাটায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়নুল আবেদিন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ০১ নং পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজের উত্তর পাশে থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক লোকজন পরিচয় সনাক্তের চেষ্টা করেন। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশকেই খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক সুরুতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্ক মাসুদ-আর রহমান জানান, মরদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।