সোনাতলার পাকুল্লায় কৃষক দলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সোনাতলার পাকুল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাকুল্লা ইউনিয়ন কমিটির উদ্যোগে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৪ অক্টোবর শনিবার বিকেলে পাকুল্লা ওয়াপদা বাঁধ সংলগ্ন আব্দুল হাইয়ের মার্কেটে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
পাকুল্লা ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাইবুর রহমানের সভাপতিত্বে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন সোনাতলা উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বালুয়াহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল ইসলাম শান্তু। এ সময় উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আব্দুল হান্নান বাটালু, সোনাতলা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ, উপজেলা কৃষক দল নেতা গোলাম রব্বানী, মোমিনুল ইসলাম রুমেল, জোড়গাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম মুঞ্জু মাস্টার, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মধুপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পাকুল্লা ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন । অনুষ্ঠান সঞ্চালন করেন পাকুল্লা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাই।
সাত শতাধিক কৃষক দলের তৃণমূল কর্মীদের উপস্থিতিতে কর্মশালায় সোনাতলা উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বালুয়াহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল ইসলাম শান্তু বিএনপির রাজনৈতিক দর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, কৃষকদের জন্য নেয়া বিএনপির নানা সময়ের কর্মকা- ও আগামী দিনের ভাবনা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থীকে নির্বাচিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এক্ষেত্রে অবশ্যই সোনাতলার কৃষকদল ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।