সোনাতলার তেকানী চুকাইনগর এ এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলাম রিপনকে সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার
সোনাতলার তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মহিদুল ইসলাম রিপনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ৯ জুন দুপুরে তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, আজিজ পাইপস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক, তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী-২০২৫ এর আহ্বায়ক এ এইচ এম জাকারিয়া (জাকির), অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছালজুর রহমান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার আল্লামা ইকবাল।