বগুড়ার খবর
সোনাতলার তেকানী চুকাইনগরে বেড়েছে ইভটিজিং: আতঙ্কে স্কুলপড়ুয়া ছাত্রী ও অভিভাবকেরা

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরের কাচারী বাজার,তেকানী চুকাইনগর এএম উচ্চ বিদ্যালয় ও ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুল সংলগ্ন এলাকায় বেড়েছে ইভটিজিং। স্কুলপড়ুয়া ছাত্রীদের টার্গেট করে ইভটিজাররা প্রতিদিন সকালে ও স্কুল ছুটির সময় চালিয়ে যাচ্ছে ইভটিজিং। ইভটিজারদের ভয়ে এখন আতঙ্কে সময় পার করছে স্কুল পড়ুয়া ছাত্রী ও তাদের অভিভাবকেরা। অভিভাবকেরা এখনই এব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন।
ইভটিজিং ব্যাপারে কথা হয় ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক শহিদুল ইসলাম জানান, ‘কাচারী বাজার ও বিভিন্ন স্কুল সংলগ্ন এলাকায় ইভটিজারদের ইভটিজিং এর কারণে কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানগুলোর (কাচারী বাজার এলাকার) ছাত্রীরা। আমরা এ ব্যাপারে সকলের বিশেষত, প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই।’