সোনাতলার জাসদ নেতা লুৎফর রহমান সরকারের পরলোকগমন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা ও উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার (৭২) গত শুক্রবার ভোর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ৩ ছেলে, ২ স্ত্রী, ৩ভাই ও ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০ জুন, শুক্রবার জুম্মার নামাজের পরে তাকে প্রথমে স্থানীয় মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ও থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী। পরে মরহুমের আরেকটি নামাজের জানাযা অনুুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন মধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বাবলু, রেজাউল করিম ও গোলাম কিবরিয়া মোস্তফা সরকার। উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) জিল্লুর রহমান, মহেশপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছাইদুর রহমান,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ অপু, জাসদ নেতা মুকুল আল-ইমরান,জবায়দুর রহমান মাস্টার, মিজানুর রহমান, সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, বীর মুক্তিযোদ্ধা সাহাজুল গাজী টুকু ও মছু মিয়া। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, মরহুম লুৎফর রহমান সরকার সোনাতলা-সারিয়াকান্দি আসন থেকে মশাল প্রতীক নিয়ে জাসদের প্রার্থী হিসেবে এমপি পদে নির্বাচন করেছিলেন।