বগুড়ার খবর

সোনাতলার চারালকান্দীতে এলাকাবাসীর হাতে ৩৫ পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাজ্ঞী সাহেরা আটক

ইকবাল কবির লেমন

বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারালকান্দী গ্রামে এলাকাবাসীর হাতে ৩৫ পিস ইয়াবাসহ এক ইয়াবা সম্রাজ্ঞী আটক হয়েছে। সেইসাথে ওই ইয়াবা সম্রাজ্ঞীর স্বামীকেও আটক করেছে এলাকাবাসী। আটককৃতরা হলো পাকুল্লার চারালকান্দী গ্রামের ইয়াবা সম্রাজ্ঞী সাহেরা বেগম (৩২) এবং তার স্বামী ইয়াবা ব্যবসায়ী ফিরোজ হোসেন (৪০)। ইয়াবার সাথে এলাকাবাসী বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সহায়ক সরঞ্জামও আটক করে।
বগুড়া ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চারালকান্দী গ্রামের বাসিন্দা মাজেদুর রহমান জুয়েলের নেতৃত্বে এলাকাবাসী এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। পরে তাদের সোনাতলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে মাদকবিরোধী এ অভিযানের অন্যতম সদস্য মেহেদী হাসান হীরু জানান, দীর্ঘদিন ধরে ঈদগাঁহ ও জুম্মার নামাজের বয়ানে ওই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তারা সে কথায় কর্ণপাত না করে ব্যবসা অব্যাহত রাখে। এত করে এলাকার যুব সমাজ ক্রমাগতভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। ১ নভেম্বর, শুক্রবার ওই দম্পতির বাড়িতে কিছু মানুষ ইয়াবা সেবন করছে এমন সংবাদ পেয়ে মাজেদুর রহমান জুয়েলের নেতৃত্বে আমরা বিকাল ৪ টার দিকে সেখানে পৌঁছলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে সাহেরা বেগম ও ফিরোজ দম্পতির ঘর থেকে ৩৫ পিস ইয়াবা ও সরঞ্জাম উদ্ধার করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন্নবীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় ইয়াবা ব্যবসায়ী সাহেরা বেগম ও ফিরোজ দম্পতির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button