বগুড়ার খবরজাতীয়
সোনাতলার কৃতি সন্তান শফিকুল ইসলাম শফিক ঢাকা মহানগর উত্তর জাসাস’র যুগ্ম আহ্বায়ক মনোনিত

শিমন আহম্মেদ বাদল
সোনাতলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিক জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দপ্তরের দায়িত্বে থাকা জাসাস কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান গত ০১-০৭-২৫ তারিখে এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরায় বসবাস করলেও শফিকুল ইসলাম শফিকের শিকড় বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের মহব্বতেরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গোলাম হোসেন ব্যাপারীর সন্তান।
বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি শফিকুল ইসলাম শফিক বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।