সোনাতলার কৃতি খেলোয়াড় আব্দুল লতিফ হৃদরোগে আক্রান্ত; সুস্থতা কামনা


সোনাতলা উপজেলার ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নাম আব্দুল লতিফ। এক সময় তিনি ফুটবল ও ভলিবল খেলায় তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ করেছেন হাজারো দর্শক। ভলিবলে তিনি খেলে গেছেন দেশের অন্যতম ক্লাব ‘আরামবাগ ক্লাব’-এর হয়ে, আর ফুটবলেও ছিলেন অনন্য প্রতিভার অধিকারী।
এই কৃতি খেলোয়াড় বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল লতিফের আশু রোগমুক্তি কামনা করেছে বগুড়া বার্তা সম্পাদক ও দৈনিক মানবজমিন-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি ইকবাল কবির লেমন, বগুড়া বার্তা প্রকাশক ও দৈনিক উত্তরকোণ-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি আবু রায়হান, বগুড়া বার্তার সহকারী সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি শিমন আহমেদ বাদল, বগুড়া বার্তার প্রধান বার্তা সম্পাদক রবিউল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টার নুরেয়ালম সিদ্দিকী সবুজ ও সাপ্তাহিক অবিরাম পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি শামীম হোসেইন।