স্টাফ রিপোর্টার
সোনাতলার কৃতি সন্তান কাশফিয়া আরশাদ স্বর্গ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা উত্তীর্ণ হয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সে একইসাথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট) এবং ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার শিক্ষাজীবন শুরু হয় সোনাতলার আগুনিয়াতাইড় গ্রামে নানা মরহুম মোফাজ্জল হোসেন সরকারের বাড়ি থেকে।
মেধাবীমুখ কাশফিয়া আরশাদ স্বর্গ কৃতিত্বের সাথে সোনাতলা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় , সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া সরকারি কলেজে অধ্যায়ন করেছে। এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পেয়েছিলো। কাশফিয়া আরশাদ স্বর্গ'র জন্য দোয়া চেয়েছেন তার বাবা আরশাদ আলম ও মা রেবেকা সুলতানা মুন। দোয়া চেয়েছেন কাশফিয়া আরশাদ স্বর্গ'র মামা উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম।