সোনাতলায় স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

রবিউল ইসলাম শাকিল

সোমবার সোনাতলায় ‘স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা পৌরসভা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, সোনাতলা ও বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুস সালাম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাদেকুল আজম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাগিরুল ইসলাম, সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মাঈনুল হক। বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারে উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, ‘এই সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা লাগসই প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে অগ্রণী ভূমিকা রাখবে।’
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা নিজেদের উদ্ভাবিত নানা ধরনের লাগসই প্রযুক্তি প্রদর্শন করে, যা স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও সমস্যার সমাধানে ভূমিকা রাখতে সক্ষম।