বগুড়ার খবর

সোনাতলায় স্কুলছাত্রী অপহরণ: থানায় মামলা

নুরে আলম সিদ্দিকী সবুজ

বগুড়ার সোনাতলা উপজেলার পদ্মপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এক কিশোরী ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জন নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

‎থানা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকাল ৯:৩০ মিনিটে, ওই শিক্ষার্থী লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় পদ্মপাড়া গ্রামস্থ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে অপহরণ হয়। অভিযোগে বলা হয়, রুবেল সরদার (২২) নামের এক যুবক প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে এই অপহরণ ঘটায়।

‎ এঘটনায় কিশোরীর পিতা ৬ আগস্ট ২০২৫ তারিখে রুবেল সরদারকে প্রধান অভিযুক্ত করে সহযোগিতায় থাকা আরো ৫ জনের নাম উল্লেখসহ ২/৩ অজ্ঞাত রেখে সোনাতলা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

‎সোনাতলা থানার মামলা নম্বর ০৯/২০২৫, এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারা অনুযায়ী রুজু হয়েছে।

‎এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিশুর নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

‎সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, “মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button