সোনাতলায় স্কুলছাত্রী অপহরণ: থানায় মামলা

নুরে আলম সিদ্দিকী সবুজ
বগুড়ার সোনাতলা উপজেলার পদ্মপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এক কিশোরী ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জন নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকাল ৯:৩০ মিনিটে, ওই শিক্ষার্থী লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় পদ্মপাড়া গ্রামস্থ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে অপহরণ হয়। অভিযোগে বলা হয়, রুবেল সরদার (২২) নামের এক যুবক প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে এই অপহরণ ঘটায়।
এঘটনায় কিশোরীর পিতা ৬ আগস্ট ২০২৫ তারিখে রুবেল সরদারকে প্রধান অভিযুক্ত করে সহযোগিতায় থাকা আরো ৫ জনের নাম উল্লেখসহ ২/৩ অজ্ঞাত রেখে সোনাতলা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
সোনাতলা থানার মামলা নম্বর ০৯/২০২৫, এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারা অনুযায়ী রুজু হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিশুর নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, “মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”