সোনাতলায় সোনালী ব্যাংক পিএলসি’র প্রকাশ্যে ঋণ আদায় ও বিতরণ মহাক্যাম্প

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি, সোনাতলা শাখা,বগুড়ার উদ্যোগে প্রকাশ্যে ঋণ আদায় ও বিতরণ মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে, ২০২৫ হতে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত বিশেষ ঋণ আদায় কর্মসূচি-খেলাপী ঋণ আদায় মাস উপলক্ষে সোনাতলা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সোমবার সকালে এ মহাক্যাম্প অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসি, সোনাতলা শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ঋণ আদায় ও বিতরণ মহাক্যাম্পে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার্স অফিস বগুড়া’র জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপ্যাল অফিস, বগুড়া নর্থ বগুড়া’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপ্যাল অফিস, বগুড়া নর্থ বগুড়া’র অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জেসমিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রিন্সিপ্যাল অফিস, বগুড়ার প্রিন্সিপ্যাল অফিসার সুমাইয়া আকতার।
মহাক্যাম্পে বেশ কয়েকজন ঋণী তাঁদের ঋণ পরিশোধ করেন।