যমুনা সেতু পার হয়ে নিখোঁজ যুবক: হাসপাতালে রয়েছে ফাইল, কিন্তু রোগী নেই!


ময়মনসিংহ যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার এক যুবক। নিখোঁজ যুবকের নাম আশিকুর রহমান (২২)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কুন্দপাড়া (জুমারবাড়ি) গ্রামে। পিতার নাম টুকু মিয়া।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৫ জুন সকাল ১০টার দিকে আশিকুর রহমান ময়মনসিংহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আশিকুরের মোবাইল ফোন বন্ধ, এবং তার সাথে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যরা রয়েছেন চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায়।
পরবর্তীতে জানা যায়, যমুনা সেতু পার হওয়ার পর একটি হাইজ (মাইক্রোবাস) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এলেংগা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।
তবে সবচেয়ে রহস্যজনক ও উদ্বেগজনক বিষয় হলো— টাঙ্গাইল সদর হাসপাতালে খোঁজ নিতে গিয়ে পরিবার জানতে পারে, আশিকুর রহমান নামে একজনের নামে বেড ও ফাইল খোলা হয়েছে, কিন্তু সেই বেডে রোগী অনুপস্থিত।
এ অবস্থায় পরিবার প্রশ্ন তুলছে— আশিকুর যদি উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, তবে তিনি কোথায় গেলেন? কে বা কারা তাকে সরিয়ে নিলেন? কেন তার অস্তিত্ব শুধুই ফাইলে সীমাবদ্ধ?
আশিকুরের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। পরিবার আশিকুরকে ফিরে পেতে প্রশাসনসহ দেশের সকল মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছে।
যদি কারো কাছে আশিকুর রহমান সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে—
📞 ০১৯৮৭৬৫৫৬৪৪ / ০১৭০৫৬৩৫১১৫