সারাদেশ

সাঘাটায় বিএনপি নেতা নয়ন এর গণসংযোগ

জয়নুল আবেদীন , সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা সদস্য শিল্পপতি অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন সাঘাটা উপজেলার সাঘাটা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তিনি তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে প্রতিদিন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গতমঙ্গলবার গণসংযোগকালে অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর ভয়ে অবাধ-সুষ্ঠ নির্বাচনর ব্যবস্থা ধ্বংস করে তিনটি তামাশার নির্বাচনের মাধ্যমে জনগণকে ১৫টি বছর জিম্মি করে রেখে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আবারো বিনা ভোটে সরকারের সেই অপশাসন থেকে জনগণকে দ্রুত মুক্তি চায়। তাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জরুরি নির্বাচনের বিকল্প নেই। তিনি আরও বলেন, সাঘাটা-ফুলছড়ি অঞ্চল এখনো অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। এখানকার মানুষ বরাবরই অবহেলিত, শোষিত  এবং অধিকার বঞ্চিত। এই অঞ্চলের উন্নয়ন ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে আমার প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়িয়েছি। হঠাৎ করে বিএনপিতে আসা নায়, ছাত্রজীবনের শুরু থেকেই বিএনপির অঙ্গসংগঠনের সাথে জড়িয়ে বুকে শহীদ রাষ্ট্রতি জিউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী এবং দেশনায়ক তারেক রহমানের একজন সৈনিক হিসেবে দলের পক্ষে প্রতিনিটি আন্দলোন সংগ্রামে সাঘাটা-ফুলছড়িবাসির পাশে ছিলাম,পাশে আছি। পাশাপাশি বন্যা-নদীভাঙ্গন সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সাঘাটা-ফুলছড়িবাসির সুখে-দুঃখে পাশে অতীতেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো । আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। অতীত- বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে দলের হাইকমান্ড তাঁকে মনোনয়ন দিলে এ আসনটিতে বিএনপির বিজয় সুনিশ্চত হবে বলে তিনি আশা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button