সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষার সময় তথ্য সংগ্রহ ও পরিবেশ পর্যবেক্ষণের উদ্দেশ্যে স্থানীয় সাংবাদিকরা সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গেলে বাধার সম্মুখীন হন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসা সাংবাদিকরা তাদের পরিচয়পত্র এবং উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরযুক্ত অনুমতিপত্র প্রদর্শন করলেও তাতে কোন কর্ণপাত করা হয়নি। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ ফরিদ হাসান সাংবাদিকদের প্রবেশে বাধা দেন। একইসঙ্গে কেন্দ্র সচিব ও সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলামকেও সাংবাদিকদের বাধা প্রদান করতে দেখা যায়। ঘটনার বিষয়ে জানতে
চাইলে কেন্দ্র থেকে বের হয়ে মোঃ ফরিদ হাসান জানান, "সাংবাদিকরা কেন্দ্র সচিবের কক্ষ পর্যন্ত যেতে পারেন, তবে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি নেই।" তবে বাস্তবে সাংবাদিকরা কেন্দ্র সচিবের কক্ষেও প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ করেন সাংবাদিক শিমন আহমেদ বাদল। তিনি বলেন, “আমরা অনুমতিপত্র দেখিয়েও কেন্দ্রে প্রবেশ করতে পারিনি, মূল গেটেই আমাদের বাধা দেওয়া হয়।” এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা প্রশ্ন তুলেছেন, অনুমতিপত্র ও যথাযথ পরিচয় থাকা সত্ত্বেও কেন গণমাধ্যমকর্মীদের কাজ করতে বাধা দেয়া হলো। সাংবাদিকরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার দাবি জানিয়েছেন।