শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাসরিন আকতার, প্রভাষক কামরুন্নাহার, নুসরাত জাহান মারুফা, সজল কুমার মন্ডল, ফাতেমা খাতুন, সেতু খাতুন, অরুণ কুমার চাকী। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক সুরাইয়া আকতার মোহনা।