শিমন আহম্মেদ বাদল
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি নাজির আখতার কলেজ শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সোনাতলার সরকারি নাজির আখতার কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ লাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনিত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ডা.রেজওয়ানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বশাখার সভাপতি জোবায়ের আহম্মেদ,শহীদ সৈকতের পিতা নজরুল ইসলাম, সোনাতলা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট জাহিদুল হক, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ ছাইফুল ইসলাম, জামায়াতে ইসলামী সৈয়দ আহম্মদ সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে ৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন হাফেজ মেহেদী হাসান ।