ইকবাল কবির লেমন
শুক্রবার শেষ হলো বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী অমর একুশে বইমেলা। সমাপনি দিনে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। বইমেলা কমিটির সদস্য ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে এ আলোচনা পর্বে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার দপ্তর সম্পাদক, কবি এইচ আলিম ও কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু। এর আগে বইমেলার দ্বিতীয়দিন মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ, কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের। বইমেলা কমিটির সদস্য মহসীন আলী তাহার সভাপতিত্বে এ পর্বে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলা কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সদস্য মহসীন আলী তাহা, , এম রহমান সাগর, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন ও সাংবাদিক শামীম হোসেন সুজন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী বইমেলায় ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক আড্ডা, বর্ণমালা, কবিতা লেখা ও ভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মুখ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল।