বগুড়ার খবরশিক্ষা
সোনাতলায় শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নুরে আলম সিদ্দিকী সবুজ
বগুড়ার সোনাতলা উপজেলার কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে । বুধবার বিকেলে বিদ্যালয়টির হলরুমে স্থানীয় শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়। শান্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক তৌফিকুর রহমান হেলাল, শফিকুল ইসলাম নান্টু, মাওলানা সাবিরুল ইসলাম, রবিউল ইসলাম আনু প্রধান শিক্ষক শান্তনা বেগম, তহমিনা বেগম, আবু নাসের, মিজানুর রহমান, শহিদুল ইসলাম পিটু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ লায়ন।