নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় কক্ষে বৃত্তি প্রদান পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাঘাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন ইসলামি ব্যাংক পিএলসি, সোনাতলার শাখা ব্যবস্থাপক মতিউর রহমান। এসময় বক্তারা শান্তি
ফাউন্ডেশনের চেয়ারম্যানকে এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাকে ধন্যবাদ জানান। সেইসাথে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধিসহ প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। । বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমোতারা বেগম, সহকারী শিক্ষক তাহমিনা বেগম, এটিএম নাছের, শাপলা আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম। আবুল কালাম আজাদ লায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী সবুজ, অভিভাবক ও শিক্ষার্থীরা।