সোনাতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, উপজেলা জামায়াতের আমীর ফজলুল করিম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা বীরমুক্তিযোদ্ধা হজরত আলী, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইনচার্জ) আব্দুল হাই, সোনাতলা সাংস্কৃতিক সংঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় সংবাদকর্মী ও জনপ্রতিনিধিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে নানা কর্মসূচি গৃহীত হয়।



