সোনাতলায় লাইটশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় লাইটশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ মেধা যাচাই পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সোনাতলা পৌর কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাইটশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন নূর সায়েন্টেফিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম রব্বানী রোমানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা অনুরাগী শাহারুল ইসলাম লাজু, প্রভাষক আব্দুল কাদের, হাজী দানেশ বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ফজলে রাব্বী, আন নূর সায়েন্টিফিক মাদ্রাসার শিক্ষক শেখ শাকিল, মেহেদুল ইসলাম, অভিভাবক শফিকুল ইসলামসহ অভিভাবক ও কৃতি শিক্ষার্থীগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।



