বগুড়ার খবর
সোনাতলায় রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে বোরোধানের চারা রোপণ উদ্বোধন

ইকবাল কবির লেমন
বগুড়া’র সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে বোরোধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সোনাতলা উপজেলার কানুপুর গ্রামে ৫০ একর জমিতে হাইব্রিড ধান এরাইজ তেজগোল্ড জাতের এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সাহাদারা মান্নান। পরে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা’র সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক মতলুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন।