সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলায় জাতীয় দৈনিক পত্রিকা ‘যায়যায়দিন’ এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষ্যে সোনাতলা প্রেসক্লাবে কেককর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি
ও ‘যায়যায়দিন’ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমন, সাংবাদিক বদিউদ-জ্জামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু,‘যায়যায়দিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, আবু হেলাল, মিনাজুল ইসলাম, সবুজ ও সাজেদুর আবেদীন শান্ত প্রমূখ।