সোনাতলায় মহান মে দিবস পালিত

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সোনাতলা উপজেলা ও পৌর শ্রমিক দল, গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভ্যান শ্রমিক ইউনিয়ন ও হোটেল শ্রমিক ইউনিয়ন।
উপজেলা ও পৌর শ্রমিক দলের কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটুর সভাপতিত্বে শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, বিএনপি নেতা জহুরুল ইসলাম মন্ডল শেফা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি জীবন আহসান সবুজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, পৌর ছাত্রদলের ধর্মীয় সম্পাদক এম আর ইসলাম রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি মানিক তালুকদার, ডেকোরেটার শ্রমিক ইউনিয়ন নেতা সাকিবুল হাসান লিটন, ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা জহুরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাতলা উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক শাহাবুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা কমিটির উপদেষ্টা আবু সাঈদ, সহকারী অধ্যাপক মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাতলা উপজেলা কমিটির উপদেষ্টা , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, মাওলানা রবিউল ইসলাম।