সোনাতলায় ভিলেজ প্রিমিয়ার লীগ-২৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলার মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভিলেজ প্রিমিয়ার লীগ-২৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপাড়া দি নিউ স্টার ক্লাবের আয়োজনে ২২ জুন, শনিবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করে ইস্ট জোন ও সাউথ জোন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব। খেলা উদ্বোধন করেন মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সোনারায় ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি গোলাম রব্বানী মন্ডল। দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী তৈয়ব শামীমের সভাপতিত্বে ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোনারুল ইসলাম বাবু, ইউনিমেড ইউনিহেলথ লিঃ ঢাকার সিনিয়র এরিয়া ম্যানেজার কামরুল হাসান মুক্তার, সমাজসেবক আব্দুর রউফ মাস্টার, সহকারী শিক্ষক আল আমীন ও সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সাদ্দাম।