সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলন, বৈশাখকে আবাহন করে এসো হে বৈশাখ গান পরিবেশনা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল। বর্ষবরণের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দুর্জয় সাহিত্য গোষ্ঠী, সোনাতলা থিয়েটার, সোনাতলা সাংস্কৃতিক সংগঠন ও লালন সঙ্গীত একাডেমী।
অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈদুল হক।