সোনাতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালুয়া ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ২-১ গোলে সোনাতলা পৌরসভা একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া বেগম রুনা, পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশদি সোহেল, সদস্য নিপুন আনোয়ার কাজল।