বগুড়ার খবর
সরকারি নাজির আখতার কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে কলেজ শিক্ষক মিলনায়তনে সহকারী অধ্যাপক ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্পাদক শিক্ষক পরিষদ ও সহযোগী অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর,ওবায়েদ আলী, মোঃ ইয়াকুব আলী, প্রভাষক আতিকুর রহমান, মোছাঃ কামরুন্নাহারসহ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম।