সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের একটি পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পোনামাছ অবমুক্ত করেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভ্যাটের্নারি সার্জন মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল
আমিন, নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা লিপিকা রানী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর ছাত্রদলের সভাপতি বকুল মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান আখি এন্টারপ্রাইজের প্রতিনিধি আল-আমিন ও মৎস্য অফিসের অফিস সহকারী আশরাফুল ইসলাম। একইদিন উপজেলার ১১ টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।