সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে প্রবাসী’র উপর হামলা

লতিফুল ইসলাম
বগুড়ার সোনাতলা উপজেলার সিচারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে সৌদি আরব প্রবাসী আতাউর রহমান জুয়েল (৪২)। আতাউর রহমান জুয়েল সোনাতলার সিচারপাড়া গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সোনাতলা-গাবতলী সড়কের মৌলভীর মোড় এলাকায়। হামলায় গুরুতর আহত সৌদি আরব প্রবাসী আতাউর রহমান জুয়েল জানিয়েছেন, ‘আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন-যাপন করে আসছি। বর্তমানে আমি ছুটিতে দেশে এসেছি। সোমবার রাত ৮ টা ৩০ মিনিটের দিকে আমি সিচারপাড়া মৌলভীর মোড়ে চা’র স্টলে চা খেতে বসলে আমার বাবার সাথে জমিজমা নিয়ে শত্রুতায় লিপ্ত সলিমদ্দিনের ছেলে বুদা, ইকরাম হোসেনের ছেলে শাহিনুর ও বুদার ছেলে আসিফসহ বেশ কয়েকজন রডসহ দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। আমি গুরুতর আহত হলে আমকে সাহায্য করতে এগিয়ে আসা আমার ছোট ভাই আলমগীর হোসেন (২৪) কেও তারা বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন আমাদের আহত অবস্থায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানিয়েছেন এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।