সোনাতলায় ’পল্লীশ্রী’র উদ্যোগে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের গঠন সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লীশ্রী’র বাস্তবায়নে, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ’র অর্থায়নে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদার প্রকল্পের আওতায় এ গঠন সভা অনুষ্ঠিত হয়। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও পল্লীশ্রী হোপ প্রকল্পের মোকামতলা, বগুড়া অফিসের এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতির সঞ্চালনায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের গঠন সভায় বক্তব্য রাখেন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজরীন আকতার,সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমন, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল। এ সময় উপস্থিত ছিলেন হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জয়ন্ত কুমার রায় ও দেলোয়ার হোসেনসহ কমিটির সদস্যগণ।