বগুড়ার খবর
সোনাতলায় পদ্মা অয়েল পিএলসি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় পদ্মা অয়েল পিএলসি’র উদ্যোগে দুই’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারি, শনিবার বেলা ১১ টায় সোনাতলা ফাজিল মাদ্রাসা মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষদের হাতে কম্বলগুলো তুলে দেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) ও পদ্মা অয়েল পিএলসি বোর্ডের পরিচালক, যুগ্ম সচিব ড. এ কে এম আজাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি ডিএমও বগুড়া’র কনিষ্ঠ কর্মকর্তা (বিক্রয়) মোঃ সোহেল রানা, প্রভাষক বাবুল আকতার আকুল, লেখক সম্পাদক ইকবাল কবির লেমন, শিমন আহম্মেদ বাদল ও মাওলানা শাহানুর ইসলাম ।



