সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
রোববার বিকেলে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সোনাতলা প্রেসক্লাব ভবন পরিদর্শন করলেন সোনাতলা উপজেলা বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে দুর্বৃত্তদের হামলার ঘটনার নিন্দা জানান ও সহমর্মিতা প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি এঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রেসক্লাব গৃহীত কর্মসূচির সাথে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপি নেতা এমদাদুল হক টুকু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, বিএনপি নেতা জহুরুল ইসলাম মন্ডল শেফা, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম। এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। তাঁরাও
হামলার ঘটনার নিন্দা জানান ও সহমর্মিতা প্রকাশ করেন। পরিদর্শন শেষে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, উপজেলা জামাতের আমির সহকারী অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, মাও. আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাতলা উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনাতলা উপজেলা শাখার সভাপতি আলবার আকন্দ। পরিদর্শনের সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক জাহিনুর ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ, আমিরুল ইসলাম প্রমূখ। বিএনপি ও জামাত নেতৃবৃন্দ প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।