ইকবাল কবির লেমন
মঙ্গলবার (১৯ আগস্ট) সোনাতলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বগুড়া জেলা প্রশাসক হোসনে আফরোজা। তিনি ওইদিন দুপুরে প্রধান অতিথি হিসেবে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাতলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজ শর্তে ঋণ, ঢেউটিন, শুকনা খাবার, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন । সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বিভিন্ন প্রকল্পে ৫০ জন মানুষের মাঝে ২৯ লাখ ৯০ হাজার টাকা ঋণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১০ জন নারীকে সেলাই মেশিন, ১০ জন ব্যক্তিকে স্প্রে মেশিন, ১০ জন ব্যক্তিকে ঢেউটিন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তাজওয়ার তানজামুল হক, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাউল আজম, থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী, পল্লী সঞ্চয় ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মোঃ ইব্রাহীম আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। এর আগে জেলা প্রশাসক হোসনা আফরোজা,সোনাতলা উপজেলা নির্বাহী
অফিসার স্বীকৃতি প্রামানিককে নিয়ে বালুয়া ইউনিয়ন ভূমি অফিস, সোনাতলা থানা, সোনাতলা পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন এবং সোনাতলা পৌরসভায় তিনদিনব্যাপী পৌরকর মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব্ রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আহসানুল মোমেনীন সোহেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাজু, সোনাতলা শাখার সভাপতি নুরুল ইসলাম পান্নু, টিকাদানকারী হারুন অর রশীদ, সহকারী কর আদায়কারী তাজমিরুর রহমান, আহসান কবীর, শাহনেওয়াজ সবুজ, বালুয়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল হোসাইন। সোনাতলা পৌরসভায় তিনদিনব্যাপী পৌরকর মেলার উদ্বোধন শেষে মতবিনিময়কালে সোনাতলার স্থানীয় নেতৃবৃন্দ সোনাতলায় একটি শিশু পার্ক ও একটি বাইপাস সড়কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের নিকট। পরে জেলা প্রশাসক হোসনা আফরোজা মধুপুর ইউনিয়ন পরিষদে ৩ শ’ ৮৮ জন সুবিধাভোগীর মাঝে একটি বিশেষ প্রকল্পের অধীন ৩০ কেজি করে চাল ও কার্ড বিতরণ, চরমধুপুর আশ্রয়ণ প্রকল্পের ৯০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ, হরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ ও শালিখা কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন।