সোনাতলায় তুচ্ছ ঘটনায় চা বিক্রেতার কান কর্তন

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনায় অতুল হোসেন (৫০) নামে এক চা বিক্রেতার কান কর্তনের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭ টার দিকে সোনাতলা রেল স্টেশন সংলগ্ন কাঠ ফাড়াই মিল এলাকায় এই ঘটনা ঘটে। অতুল হোসেন সোনাতলা নতুন বন্দরের বুলু সরকারের ছেলে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, পূর্বের ঘটনার জের ধরে রবিবার সকাল সাতটার দিকে রেল স্টেশন সংলগ্ন এলাকায় অতুলের চায়ের দোকানে আসে চমরগাছা গ্রামের হারুণ নামে এক ব্যক্তি। প্রথমে সে দোকানে কাজরত অতুলের স্ত্রীর সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে সে অতুলের স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে । প্রতিবাদে অতুল এগিয়ে এলে হারুণ তাকেও লাঠি দিয়ে আঘাত করে। হারুণের এলোপাতাড়ি লাঠির আঘাতে অতুলের একটি কান কেটে ঝুলে যায়। স্থানীয় লোকজন হারুণকে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়। গুরুতর আহত অতুলকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার্থে বগুড়ায় একটি হাসপাতালে প্রেরণ করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিলো।