নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলা’২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে সোনাতলা উপজেলা ভূমি অফিসে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব)স্বীকৃতি প্রামানিক। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল
ইসলাম, বালুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল হোসাইন, দিগদাইড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পাকুল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম ও জোড়গাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুধীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) স্বীকৃতি প্রামানিকের নেতৃত্বে বর্ণাঢ্য একটি র্যালী পৌর সদর প্রদক্ষিণ করে।