সোনাতলায় জোতদার বাউল মুকুল সাংস্কৃতিক সংগঠনের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলার ভেলুরপাড়ায় শনিবার সকালে জোতদার বাউল মুকুল সাংস্কৃতিক সংগঠনের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি ও ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কর্মকর্তা নুরুজ্জামান বাদলের সভাপতিত্বে ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, সাবেক চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, আব্দুল্লাহেল বাকী দুলু, এটিএম গোলাম মোস্তফা (বাউল মুকুল), মোবাশে^র আলী (ইবাদ মন্ডল), মেহেরুল ইসলাম মিলন, সুলতান মাহমুদ, রাসেল মাহমুদ, তারাজুল ইসলাম, শাহজাহান আলী (টুকু মাস্টার), মাসুদুর রহমান, শ্রী নরেন, সুনীল চন্দ্র প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জোতদার বাউল মুকুলের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার ১২টি পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ ওই সাংস্কৃতিক দলটি একটি ট্রাকযোগে ড. এনামুল হক কলেজ ক্যাম্পাস, সোনাতলা বন্দর, বালুয়া হাট, কর্পূর হাট, মহিচরণ হাট, সৈয়দ আহমেদ কলেজ স্টেশন, হাট করমজা, চরপাড়া, পাকুল্লা, কাচারী বাজার, হরিখালী, আড়িয়ার ঘাট, মধুপুর এলাকা প্রদক্ষিণ করেন। এসময় স্থানীয় ও বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এসময় রাস্তার দু’পাশে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।