বগুড়ার খবর
সোনাতলায় জেঁকে বসেছে শীত

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় জেঁকে বসেছে শীত। গত তিনদিন থেকেই এখানে রোদের দেখা মিলছে না। ঘনকুয়াশার চাদরে ঢেকে আছে সূর্য। শীতের তীব্রতায় থমকে গেছে জনজীবন। হাড় কাঁপানো এই শীতে কিছুটা স্বস্তি পেতে কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীতের তীব্রতা কমানোর চেষ্টায় আছেন কেউ কেউ। সামর্থ্যবানরা গরম কাপড় দিয়ে শীত নিবারণ করতে পারলেও চরম কষ্টে রয়েছেন অতি দরিদ্র মানুষেরা।