সোনাতলায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন নবনির্বাচিত সাংসদ সাহাদারা মান্নান

ইকবাল কবির লেমন
বগুড়ার সোনাতলায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন বগুড়া-১ আসনের নবনিবাচিত সাংসদ সাহাদারা মান্নান। মঙ্গলবার দুপুরে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদে জাতির জনকের প্রতিকৃতিতে এ পুষ্পমাল্য অর্পণ করেন। এর আগে তিনি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সহ-সভাপতি তাহেরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহীন, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, তরিকুল ইসলাম,জামাল তালুকদার, মধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো,কৃষক লীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবুসহ দলীয় নেতা-কর্মীরা।